প্রতিদিনের মতো আজও দোকান খোলা
কিন্তু এখনও পর্যন্ত,একজনের দেখা মেলেনি-
হয়তো সে হারিয়ে গেছে ,
বড়ো রাস্তার মোড়ে;
হৃদয় ভেঙে দ্বি-খন্ডিত।
আকাশের বুক বেয়ে নেমে আসা অশ্রুজল
কেবল দু-চোখে ;
তবুও বুঝবার বা বোঝাবার কোন –
চেষ্টা নেই,
শুধু ভালোবাসার অনিয়ম কাটাকুটি ।
কয়েকটা অগোছালো কথাবার্তা
মনের কোণে ঠাঁই করে নিতে পারেনি,
আরাম বিলাসবহুল শয্যা ত্যাগ করে
শীতের কড়া রাত্রে –
না পাবার তাগিদে ছুটে আসা।
অস্পষ্ট আলো-অন্ধকার
দু’একজনের মুখ খুবই চেনা,-
তবুও ;—
মনের দিক থেকে কোন সাড়া মেলে না।
অগণিত স্বপ্নের দিন জাগরণ
সবকিছু ছাড়িয়ে অনেক উর্দ্ধে।