ইতিহাসের পাতা
বারিদ বরন গুপ্ত
ইতিহাসের পাতা
মুড়ে আছে বিবর্ণ কুয়াশা
যত বস্তাপঁচা কর্তাভজা!
যুগে যুগে পদাবলী গুনকীর্তন
পদ লোভীর বস্তাপচা বিবরণ,
ধামাচাপা পড়া কুকীর্তন—
লম্পট ব্যভিচারী জীবন!
লুকিয়েছে খেটে খাওয়া মানুষের আর্তনাদ!
হাজার বছরের ধামাচাপা ইতিহাস
সাক্ষী আছে শুধু রাজপ্রাসাদ!
নোনা খাওয়া ইটগুলো
আমায় একদিন শুনিয়েছিল
নিশুতি রাতের কান্না!
পাঁজর খসে গেছে,
হারিয়ে গেছে
সহস্র সহস্র অসহায় প্রান!
এখনো চিৎকার করে
অভিযোগের পাহাড় গুলো
ইট কাঠ পাথরের মুড়ে আছে
ইতিহাসের পাতা গুলো হারিয়ে গেছে!
Barid Baran Gupta