Poem

একটা বছর যেন পাথর
বারিদ বরন গুপ্ত

এক একটা বছর যেন পাথর
অসার দুনিয়া খোঁজে
ডাস্টবিন ভরে ওঠে
আবর্জনার স্তূপ !

মেলে না কিছু
তবুও প্রাণ আছে
দুর্গন্ধ ছড়ায় চতুর্দিক !

পৃথিবীর নিঃশ্বাসে বইছে বিষ
সারি সারি অচৈতন্য প্রাণ
স্তূপাকার আবর্জনার স্তূপ
শুধু পাথরগুলো নাচবে!

Barid Baran Gupta

Leave a Reply