POEM

রাইবিনোদিনী
সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

মুরলীর সুরে গিয়েছো অভিসারে,
ঐ প্রাণে ধরে কত ব্যথা,
মানে না বারণ, ভীতি ও শরম,
ভাবে না তো আর কাহারো কথা ।
কাঁটা ভরা পথ, পারে না এনে দিতে,
ব্যাঘাতের কালো ছায়া,
প্রেম যে নিবিড়, নয় যে অচির,
যুগ যুগ ধরে থাকবে তোমার প্রণয় কায়া।
ঝরছে রক্ত, মন তো শক্ত
বড় কঠোর তোমার প্রেম ভক্তি ।
শয়নে স্বপনে আর জাগরণে তুমি
বাড়িয়েছো স্নেহের ব্যাপ্তি।
আকাশ বাতাস, স্থলে ও জলে
পেয়েছো প্রেমকে সর্বদা,
রাইবিনোদিনী তুমি যে গোপিনী,
তুমি পরমেশ্বরের করেছো পূজা ।

SIDDHESWAR HATUI

Leave a Reply