“এক মুঠো আকাশ”
বারিদ বরন গুপ্ত
লৌহ খাঁচায় বন্দী আমি,
হারিয়েছি পথ——-
জানিনা কবে!
হয়তো অনেক—-অনেক কাল আগে।
আমাকে উড়তে দাও!
আমি এক মুঠো আকাশ চাই।
জগৎটাকে দুচোখ ভরে দেখতে চাই।
পৃথিবীর লুকোনো সব আলো—আশা,
অনাবিল আনন্দের সব অনুভূতি
বন্দী তেপান্তরে!
খুঁজে নিতে চাই
শুধু একমুঠো আকাশ দাও!
আকাশটাকে কাঁপিয়ে পাখির দল
উড়ে যায় চলে আপন খেয়ালে
গড়ে তোলে সাম্রাজ্য
বজায় রাখে নিজ অধিকার;
আমিও খুঁজতে চাই
বাঁচার অধিকার ঘরে ঘরে!
আমি উড়তে চাই
ডানা মেলে নীল নীলিমায়,
ফিরে পেতে সব যা আমার!
হারিয়েছে এই পিঞ্জর,
দাও ফিরে মড়া মানুষের তরে
বাঁচার রসদ ঘরে ঘরে
আর কিছু নয়
এক মুঠো আকাশ !
Barid Baran Gupta