POEM

বাড়াবে জীবনে ক্ষয়
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

জীবনের আরশির প্রতিবিম্ব কহে
বহু পরিবর্তনের প্রত্যক্ষদর্শী তুমি,
পেরেছো কী তালে তাল মেলাতে ?
পারবে কী হতে বিপথগামী ?
যদি না পারো তাহলে তুমি একা,
নিজেকে থাকতে হবে তফাতে ।
আঘাতের পর আঘাত আসবে নেমে,
অন্তর দহনে দগ্ধ হতে হবে এ ধরাতে !
রুচি তোমার যদি হয় পরিষ্কৃত,
বড় দুঃখের ! পাল্টে গেছে দিন !
অনিচ্ছা করে পারবে না গিলতে,
পরিবর্তনের আশা অতিশয় ক্ষীণ !
কে দেখাবে সঠিক পথ, কে করবে বিচার ?
কার ঘাড়ে পাঁচটি মাথা, দেখাবে স্পর্ধা ?
উন্নত মানসিকতা অন্ধকারে পড়ছে চাপা,
বিরুদ্ধাচারণে হয়ে যাবে তুমি বোকা !
এভাবে চললে সমাজ আকাশে আসছে দুঃসময়,
বিচ্ছিন্ন হবে সুখের সে দিন, বাড়বে ভীষণ ভয়।
মন্দ যেথায় সোহাগে বাঁচে, পায় স্বীকৃতি,
উৎকৃষ্ট ভাবনা মাথায় রেখে বাড়াবে জীবনে ক্ষয়।

SIDDHESWAR HATUI

Leave a Reply