Poem

পৃথিবীর পাঠশালায় স্বপ্ন দেখি

বারিদ বরন গুপ্ত

আমি ভাঙি আমি গড়ি
আমি হারি আমি জিতি
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে
অবাস্তবের স্বপ্ন দেখি
পৃথিবীর গন্ধ মাখি
দিনে মরি রাতে বাঁচি
ছুটিয়ে মারে হাহাকার!

স্বপ্নের পৃথিবীটা
দিন রাত শুধু স্বপ্ন দেখায়
সাদাকালো আলো আঁধারি ছায়ায় !
সারাদিন শুধু স্বপ্নের দোল খাই
বিধাতার নাগরদোলায় !

ভালো লাগে ভাবতে
জীবন যখন ছুটে চলে
আলোর ঠিকানার খোঁজে
বাঁচার পথ শুধু আঁধার গেলে
তবুও স্বপ্ন দেখি পৃথিবীর পাঠশালায়!

ভাঙা-গড়ার খেলায়
হার-জিতের মেলায়
আলো আঁধারি ছায়ায়
বেশ আছে জীবন
বিধাতার নাগরদোলায়!!

Barid Baran Gupta

Leave a Reply