রক্ত কথা বলে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া
লোহিত রক্তে মেরুদন্ডী প্রাণী
নাই তার প্রভেদ,
রক্তের আবার চরিত্র দোষ আছে
হয় সেথায় বিভেদ ।
রক্ত করে যে কত চরিত্র গঠন ,
প্রকাশিত হয় কর্মে,
অপরাধ কর, অন্যের কাড়ো
শেখায় না কোন ধর্মে।
বাইরে থেকে যায় না দেখা
কোনটা কার রক্তে,
দেখাবেই সে সমস্যা কোথায়,
অন্যায় বীরত্বে ।
যাদের রক্তে লালসার কণা
ছুটছে অবিরাম,
তারা কখনো মঙ্গলের তালিকায়
রাখবে না তার নাম।
চিত্তের স্থিরতা যাদের রক্তে
রয়েছে বর্তমান,
কাজ করার আগে শতবার ভাবে
বাঁচে যেন সম্মান।
SIDDHESWAR HATUI