POEM

রক্ত কথা বলে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

লোহিত রক্তে মেরুদন্ডী প্রাণী
নাই তার প্রভেদ,
রক্তের আবার চরিত্র দোষ আছে
হয় সেথায় বিভেদ ।
রক্ত করে যে কত চরিত্র গঠন ,
প্রকাশিত হয় কর্মে,
অপরাধ কর, অন্যের কাড়ো
শেখায় না কোন ধর্মে।
বাইরে থেকে যায় না দেখা
কোনটা কার রক্তে,
দেখাবেই সে সমস্যা কোথায়,
অন্যায় বীরত্বে ।
যাদের রক্তে লালসার কণা
ছুটছে অবিরাম,
তারা কখনো মঙ্গলের তালিকায়
রাখবে না তার নাম।
চিত্তের স্থিরতা যাদের রক্তে
রয়েছে বর্তমান,
কাজ করার আগে শতবার ভাবে
বাঁচে যেন সম্মান।

SIDDHESWAR HATUI

Leave a Reply