পারবে কী আমায় নিয়ে যেতে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া
তুমি পারবে কী আমায় নিয়ে যেতে একবার
যেখানে শুধু শোভমান জল আর জল,
তার গভীরে গিয়ে দেখতাম আমি গোপনে ,
জলের পর কোন শেষে আছে স্থল।
তুমি পারবে কী আমায় নিয়ে যেতে ?
ঐ যে, দূরে নীল আকাশের বুকে,
আমি দেখতাম সেথায় কাহারা থাকেন কীভাবে,
আছেন তারা দুঃখে, নাকি মহাসুখে !
একবার আমায় যাবে নিয়ে, ঐ পর্বত শিখরে ?
যেখানে বরফের সাদা স্তূপ আছে মাথা তুলে ।
উপর থেকে দেখতাম আমি নিচের দিকে চেয়ে,
দেখতাম আমি ধরার শান্তি , হিংসা গেছে চলে।
তুমি পারবে আমায় নিয়ে যেতে, ঐ পাতালপুরী ?
দেখতাম সে রাজ্যের রাজা-রাজ্ঞী, প্রজারা আছে কেমন ।
দেখতাম আমি তারাও কী আছে আমাদেরই মতন ,
আমার দেখা পেলে তারা কী আমায় করতে চাইবে আপন !
পারবে তুমি নিয়ে যেতে আমায়, ঐ চাঁদের সুন্দর দেশে
আনন্দেতে ঘুরে বেড়াতাম, গাইতাম গান সুরে।
মুছে দিতাম কলঙ্ক যত চাঁদের বুকে লেগে,
সামনে থেকে বোলতাম কথা তারাদের সাথে, রাত গভীরে।
SIDDHESWAR HATUI