“দুঃসময়”
বারিদ বরন গুপ্ত
এ এক কঠিন সময়!
দুঃসময় !
কিসের গন্ধে আজ মেতেছে বাতাস?
চিল শকুনে যে ভরেছে আকাশ
চারিদিকে চেয়ে আছে কোটি কোটি লাশ !
এ এক কঠিন সময়!
দুঃসময় !
অশুভ সংকেত ধ্বনিত চরাচর
আস্তাকুঁড় আবর্জনার স্তুপ থেকে
দিনরাত রাতদিন ভেসে বেড়ায়
শিয়াল কুকুরের কাড়াকাড়ি প্রবল লড়াই,
দিন-দুপুরে ভেসে আসে
অশুভ প্যাঁচার কর্কশ চিৎকার!
এক কঠিন সময় !
দুঃসময় !
এ কিসের আওয়াজ,?
আজ লাশ কাটা ঘর থেকে!থেকে থেকে
মরা মানুষের প্রবল আর্তনাদ
আমি বাতায়ন পাশে
অসহায় নীরব দর্শক!
Barid Baran Gupta