POEM

এসো মা সরস্বতী
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

এসো মা এসো সবার ঘরে
দাও মা সবারে সুস্থ মানুষ করে।
জ্বালাও প্রাণে জ্ঞানের আলো,
দূর হয়ে যাক সকল কালো ।

এসো মা এসো সরস্বতী
তুমি তো মা বিদ্যাবতী,
মন্দ বিদ্যায় আজ গেছে ভরে,
দাও না মাগো নির্ভুল করে।

এসো মা এসো বীণাপাণি
ভরিয়ে ভুবন গানের সুরে ।
আনন্দে সকলে উঠুক মেতে
মাগো তোমার পূজো করে।

এসো মা এসো সরস্বতী
শিশুরা অপেক্ষায় হাতে খড়ি,
বুদ্ধিদান করো মা তাদের প্রাণে,
করজোড়ে এই আবেদন করি।

তুমি এলে স্কুল কলেজে
দেখবে ছাত্র-ছাত্রী দের জোয়ার,
ছেলেরা পরবে নতুন পরিচ্ছদ
মেয়েদের কত শাড়ির বাহার।

এসো মা এসো ডাকছি তোমায়
দিও মা একটু শিক্ষা আমায়,
দিয়েছিলে যা পেয়েছি অল্প,
রইলাম মাগো তোমার আশায়।

SIDDHESWAR HATUI

Leave a Reply