Poem

নিশুতি রাতের কীর্তন

বারিদ বরন গুপ্ত

বিধাতার নাট্যশালায় দিনরাত শুনি ক্রন্দন,
স্তব্ধ পৃথিবী আঁধার কেড়েছে
জেগে আছে নিশুতি রাতের কীর্তন!

যখন চারিদিক আঁধার নেমে আসে,
পৃথিবীটা তার ওপর মাথা রাখে ঘুমিয়ে পড়ে নিস্তব্ধে
ক্লান্ত শরীরটাকে শান্ত করে
হঠাৎ চিৎকার!
শুরু হয় নিশুতি রাতের কীর্তন
শাসনের নামে শোষণ নির্যাতন!
বারবার কেঁপে কেঁপে ওঠে পৃথিবী
বিধাতা‌ আড় চোখে দেখে
ছলচাতুরি ছলাকলা রকমারি
লেলুপ নেকড়ের দর্শন
জেগে জেগে দেখে পৃথিবী
সেই কবে থেকে চলছে
চলছে তো চলছে,
মঞ্চটায় একই বাতি জ্বলছে!
শুধু রং পাল্টাচ্ছে,
আজীবন নরক নির্যাতন
নিশুতি রাতের কীর্তন!

Barid Baran Gupta

Leave a Reply