হারিয়ে গেছি
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া
হারিয়ে গেছি চেনা স্রোত থেকে
স্মৃতিরা এখন কাঁদে একা একা ।
সেদিনের সেই চলে যাওয়া সুখ,
এখনো যেন পথের ধূলোয় মাখা ।
পেরিয়েছে কত ঝড় ক্রমান্বয়ে
মেটাতে পারেনি স্মৃতির চিহ্ন,
আজও তারা বলে, বাঁচ না প্রাণ খুলে,
হৃদয় হয়েছে যে আজ ছিন্নবিছিন্ন !
খেলার সেই মাঠ, স্নানের সেই ঘাট
যাদের কাছে আজও আমি ঋণী,
পেয়েছিলাম যে টুকু মনে আছে জমা,
আজ আর নেই, পেয়েছি যা ভুলিনি একটুখানি ।
কত যে সুখের দিন, বন্ধু তুমিও ছিলে পাশে,
চলে গেলে বহু দূরে, এলে না আর ফিরে !
মনে হয় ডাকি, এখনো কত দিন আছে বাকি ?
তুমি আসবে কবে প্রবাস সেরে নিজের ঘরে।
এলোমেলো চলা, কত শ্লোক বলা
হয়নি মাঠে বসে সেই খেলা ও আড্ডা আর।
জীবন স্রোতে আজ পড়েছে ভাটা,
পুরানো স্মৃতি গুলো মনে পড়ে বারবার ।
SIDDHESWAR HATUI