Poem

আগামী পৃথিবীর কাছে

কলমে:: বারিদ বরন গুপ্ত

( মন্তেশ্বর পূর্ব বর্ধমান)

ছোট্ট একটা জিজ্ঞাসা
আগামী পৃথিবীর কাছে!
কি হবে তোমার রূপ?
কি হবে তোমার পরিচয়?
থাকবে কি শুধু একরাশ হতাশা
আর অনিশ্চয়তা?
জুটবে কি শুধু ধার করার শুকনো হাসি
আর চেপে রাখা গভীর দীর্ঘশ্বাস?

চারদিক আজ শুধু অবিশ্বাস,
মেকি ভালোবাসার ঘন কুয়াশায়
ঢেকেছে যে আকাশ!
শুধু দুদিনের পরিচয়
এ পৃথিবীতে কেউ কারোর নয়
প্রয়োজনে শুধু আপন হয়!

চলছে সমানে শুধু অভিনয় আর অভিনয়
মেতেছে মঞ্চ আজ চাতুরি খেলায়!
ভাঙাচোরা সম্পর্কের আবেশে ভাসে সমাজ সংসার
ছলনার জোড়াতালি তত্ত্বের আলোকে জীবন গড়ে
মেতেছে যে আজ বিশ্বসমাজ!

হে পৃথিবী কি হবে তোমার পরিচয়
প্রশ্নটা রেখে দাও
যেন উত্তর পাই‌!

Barid Baran Gupta

Leave a Reply