Poem

পৃথিবী আতঙ্কে চিৎকার করে

বারিদ বরন গুপ্ত

‘সবার উপর মানুষ সত্য!’
পৃথিবীর শ্রেষ্ঠ জীবের তকমা
কোটি কোটি বছরের ইতিহাসে
বিবর্তনের ধারাপাতে!

মানুষ ভেঙ্গেছে মানুষ গড়েছে।
মানুষ জিতেছে মানুষ হেরেছে
মানুষ কেদেছে মানুষ হেসেছে
পৃথিবীটা তবুও হেসেছিল এককালে!

যুগে যুগে দেখি মানুষের দাপাদাপি!
আজও মানুষ আসে দলে দলে
ছুটে চলে অমানুষের পাঠশালে
সৃষ্টি গেছে ভুলে শুধু ধ্বংসের পদতলে!

অবাক পৃথিবী নির্বাক নয়নে দাঁড়িয়ে —
‘মানুষ মারার কৌশল
কে শেখালো কবে?
মানুষ গড়ার পাঠশালা গুলো
তালা ঝুললো কবে?’

পৃথিবীর হাসি গেছে উড়ে
জঙ্গলে ঘুরে ঘুরে
দলে দলে হিংস্র পশুর দল
আতঙ্কে চিৎকার করে–
‘শ্রেষ্ঠ জীবের তকমাটা কি
পড়ানু পশুর গলে!’

Barid Baran Gupta

Leave a Reply