POEM

দাবানল
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

দাবানলের আগুন নিভবে সেদিন
বারুদ যখন উঠবে জ্বলে।
তপ্ত লাভা হয় না শান্ত
হাজার ফুলের সোহাগ পেলে ।
তুষের স্তুপের উপরে ধোঁয়া
নেভে না আগুন না পুড়লে।
সর্প নিয়ে করলে খেলা
তার বিষেতেই যাবে চলে।
লাগলে আগুন মানে না ফাগুন
ভেজা জিনিসও যায় পুড়ে,
নেভানোর প্রয়াস চলুক হেথায় সেথায়
ফুরিয়ে যাক একটু জলে ।

SIDDHESWAR HATUI

Leave a Reply