কতটা আর বদলাবো
-মেহের আমজাদ
কতটা আর বদলাবো
ঘর ভাঙ্গলো মন ভাঙ্গলো
সম্পর্ক বদলালো
আবার নতুন করে বন্ধু জুটলো
স্থায়ী হোলনা কেউ।
পালা বদলের খেলায়
কতটা আর বিসর্জন দেবো
কতটা রঙ্গ পাল্টাবো
ভালো থাকার প্রত্যাশায়
একটু সুখ-স্বপ্নের আকাংখায়
কতটা আর বদলাবো!
অদল বদল করতে করতে
সাজানো গোছানো হোলনা আজও
জনমভর অদল বদলেই
ব্যস্ত রাখলো আমায়
বদলানো হলোনা শেষ।
কিছু সময় কিছু পরিস্থিতি
আমাকে যে বদলিয়ে ফেলে
ইচ্ছা না থাকলেও একান্ত বাধ্যতায়
বদলিয়ে যায়,
কতটা আশাহত হয়ে বদলিয়ে যাই
কতটা যন্ত্রণায় হই যে কাতর
কেউ দেখেনা
সবায় শুধু বদলিয়ে যাওটায় দেখে
বদলিয়ে যওয়ার কারণটা দেখেনা।
O O O O O O O O
মেহের আমজাদ
মেহেরপুর ।
তারিখঃ৩০|১২|২০২২
Meher Amzad