POEM

আমিও ছিলাম পথের পাশে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

একবুক হতাশা নিয়ে যেদিন তুমি
একাই ছুটছিলে ইতস্তত,
সে দিন আমিও ছিলাম পথের পাশে,
দেখেছি তোমায় অবিরত।
যখন তুমি ভাঙা মন নিয়ে, অবনত মাথায়
ফিরতে বাড়ি, তখন আমি গাছের নিচে,
আমি দেখেছি তোমায়, হতাশাহীন জীবনে
কত সম্ভাবনার শিখায় জ্বলতে।
আমি দেখেছি তোমায় কত নির্ভীকে তুমি
কাঁটা ভরা পথ চলতে !
আমি ভেবেছিলাম তোমায় দেখে চলব আমি পথ,
তাই পারিনি তোমায় ভুলতে।
তোমার মনে পড়ে, যেদিন তুমি বলেছিলে আমায়
‘নিত্য পথে আসবেই সফলতা।‘
তবে কেন হেরে গেলে ? কেন হলে দিশাহারা ?
আজ কেন কাঁদে সরলতা !
তোমার মনের যন্ত্রণা বুঝেছে যে জন
সে জন তোমার-ই সদৃশ ।
তুমি এভাবে যদি নিজেকে হারাও, একটু একটু করে
খেয়ে গোপনে সমাজের অসহনীয় বিষ
কেউ মনে রাখবে না তোমায়, পারলে না কিছু করতে,
দেখো আমিও তোমার মতো একা !
আমি বুঝতেই পারলাম না কবে কবে মোম গলে
মাটিতে পড়ে………… যায় সলতে দেখা।

SIDDHESWAR HATUI

Leave a Reply