POEM

সবার শ্রমে সকলের দানে এই পৃথিবীটা চলে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

শিরায় শিরায়…. রক্ত ধারা
ছুটছে , ছুটছে অবিরাম।
সকাল থেকে রাত হয়ে যায়
কর্মই জীবনের এক নাম।
কর্ম যতই হোক না ছোট
লজ্জা কিসের ভাই,
তোমার কর্মে তুমি দক্ষ
অন্যের তা করার ক্ষমতা নাই।
তোমার কর্মে অন্যের হয় সুখ
অন্যের কর্মে তোমার ,
তুমি যা কর তার অবদান…
দেশ ও দশের সাহায্য সবার।
মাঠে-ঘাটে, কল কারখানায়
কিম্বা অন্য কোন স্থানে।
বাবুদের জুতো নতুন ঝকঝকে লাগে
মুচিদের পালিশ কর্ম দানে।
কেউ করে তৈরী কেউ বা তা খায়
সকলের আমাদের সকলকেই চাই।
তবু সকলেই কী আর সমান সম্মান পায় ?
বর্তমানেও তাই ছোট কাজের সম্মান নাই।
যারা বড় কাজ করে ছোটদের দেখে ঘৃণায়,
ছোট বড় সকলেই মানুষ যেও না তা ভুলে
সবার শ্রমে সকলের দানে এই পৃথিবীটা চলে ।

SIDDHESWAR HATUI

Leave a Reply