POEM

বসন্তের ছোঁয়ায়
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

এলো রে এলো…এলো জীবনে খুশির ফাগুন
মনেতে শিহরণ জাগুক, হোক না রঙিন।
খুশির রং আবিরে মিশে লাগুক সকল প্রাণে
দোলে দোলা দিয়ে বাতাসে বাতাসে গানে গানে ,
ভালোবাসার বন্ধনে জুড়ে যাক সকলে,
আকাশের রামধনু রং ঝরে পড়ুক মাটিতে।
যত আছে ক্লেশ হয়ে যাক শেষ রঙের ছোঁয়ায়,
জীবনে বসন্ত বছরে একবারেই আসে, ফেলো না হেলায় ।

বসন্তের ছোঁয়ায় ফুল ফুটুক পাষাণ বুকে
রঞ্জিত হয়ে উঠুক সকল প্রাণ।
কৃষ্ণচূড়া, নয়নতারা, চম্পক, শাল বনে
মৌমাছি, ভ্রমরের গুন-গুন গান।
আকাশ-বাতাস ভরে উঠুক সুমধুর গন্ধে,
বৈচিত্রহীনতা দূরে ঠেলে আনুক জোয়ার
রঙিন আলোয় উৎসবের আমেজ,
মনে লাগুক রামধনু রঙের বাহার।

ফুটবেই পাথরের বুকে ফুল
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

পাথরের বুক চিরে রক্তের স্রোত
পাষাণ হৃদয়ের বোবা কান্নায় ধ্বনি
আঘাতে আঘাতে জর্জরিত দেহ,
কঠিন সহ্যের প্রান্তে পৌঁছানো
দীর্ঘশ্বাস ফেলে বেঁচে থাকার লড়াই,
বিচলিত -আহত মনে নবজাগরণ
প্রহারে প্রহারে সারা শরীরে যন্ত্রণা ।
হাল্কা হাল্কা ধোঁয়া উড়ে জ্বলে উঠেছে
আগুন…..আগুন, সে আগুন নেভে না
সে আগুনে একটু একটু করে পুড়ে
শত যন্ত্রনা-লাঞ্ছনারা পোক্ত হয়।
জীবন দেখায় নতুন পথের দিশা,
বিপ্লবের সংকল্প নিয়ে সে চলে পথে পথে,
সাফল্যের হাতছানি দেখা যায় দূরে,
কাঁটা ভরা পথ পার হয়ে একদিন
ফুটবেই পাথরের বুকে ফুল,,,,,,,,,
আসবেই রঙিন বসন্ত ।

SIDDHESWAR HATUI

Leave a Reply