POEM

কাকে নেব আপন করে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

শোক তুমি দিয়েছো ব্যথা একটু সুখ দিতে পারোনি
সামন্য তৃপ্তির আড়ালে বল কেন আছে শত যাতনা ?
শঙ্কায় বুক থরথর করে কাকে নেব আপন করে
হাসি কেন সযত্নে আমন্ত্রন করে এত কান্না ?
শান্তির ঐ কাঁচাগৃহ হায় অশান্তি নেয় দখল করে
পারিনা বুঝতে কার পরে কে ভালোবেসে জড়িয়ে ধরে ।
আলোর পর আসে আঁধার না আঁধারের পর আলো
পাইনা আমি কনো উত্তর, মনকে প্রশ্ন করে !
জন্মের পর হয় মৃত্য নাকি মৃত্যুর পর জন্ম
একজীনে যাবেনা বুঝা, কে যে কার জন্য !
আকাশ পাতাল বিস্তর ফারাক
যেটুকু পাবে তাই নিয়ে নিজেকে মনেকর ধন্য।

SIDDHESWAR HATUI

Leave a Reply