যদি কোন দিন
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
হৃদয়ে যখন আসে বেদনার ভার
অবিরাম ঝরে অশ্রু নয়নে তোমার,
তখন যদি মনে হয় নিজেকে একা
সেদিন যদি না পাও কোন বন্ধুর দেখা।
মনে হবে এ জীবন বৃথাই রাখা ,
দোষ দেবে নিজেকে সেদিন তুমি
মনে হবে বিষের শিশি মুখে চুমি !
বিধাতার দেবে দোষ ভেবে পরিহাস
লাগবে না ভালো এই আকাশ-বাতাস।
যেও না সেদিন নিজেই বিপথে
ডেকে এনো না মনে ইচ্ছা মৃত্যুকে,
আঁধারের পর আসবেই আলো
মন্দের পর হয় যে ভালো,
আজকে তোমার, কালকে আমার
জোয়ার-ভাটায় চলে এই জীবন সংসার,
মুছে ফেল আঁখি জল, মনকে কর দৃঢ়
সামনে দেখো নতুন প্রভাত, নতুন করে গড়ো।
জেগে দেখো
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
সেদিন রাতে দেখেছিলে যে স্বপন
ব্যাঘাত ঘটেছিল নিবিড় ঘুমে।
সে স্বপ্ন কষ্ট দেবে, দেখাবে না কোন পথ
চোখ খুললেই হতাশা আনবে মনে।
স্বপ্ন যদি দেখতে হয়, জেগে জেগে দেখো,
ভাঙবে তোমার ভুল দিনের আলোয়
স্বপ্নেরা তোমায় দেখাবে নতুন জীবন পথ,
দেখাবে দিশা ,সঠিক সে সময়।
ঘুমের ঘোরে যা ছিল তোমার স্বপ্ন
জাগলে তুমি নিমেষে হবে ভঙ্গ,
জেগে জেগে দেখো স্বপ্ন, আঘাত করুক বুকে,
সেই স্বপ্ন জীবনে চলার পথে দেবে তোমার সঙ্গ।
পথ চলা
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
একলা পথে চলতে হয়
নয়তো সে পথ কোমল
কঠিন পথে চলাই জীবন
সে পথেই তো আসল।
যে জন চলে কঠিন পথে
সে তো চেনে খাঁটি জীবন,
থাক না সে পথে বাধা বিঘ্ন
দৃঢ়তার সঙ্গে হয় সে পার।
অল্প ঝড়ে যায় না উড়ে
মান রাখে নিজ স্পর্ধার।
মানুষ কে সে মানুষ ভাবে
কেঁদে ফেলে পরের দুঃখে,
দুঃখ যতই করুক আঘাত
মেনে নেয় সে হাসি মুখে।
SIDDHESWAR HATUI