এই আমার দেশের ভূমি
(কবি দ্বিজেন্দ্রলাল রায়ের “ধনধান্য পুষ্প ভরা” কবিতার ছন্দ অনুসরণে লেখা)
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
বিবাদের সুর আজ হচ্ছে চড়া, করছে যারা বিবেক হারা
দেশের আছে কত সুশীল মানুষ, তারা যায়নি অসুখে মারা
ও যে তারাই দেখায় গড়ার স্বপ্ন, বন্ধুর হাত ধরা
এমন স্থানটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ভালো মানুষ নেই যেখানে, শুধু দেখি মন্দের জমি,
এই আমার দেশের ভূমি, এই আমার দেশের ভূমি।
কত জাতি আছে ভরা
ভালোবাসায় মিলেছে ওরা
যতই হোক না মন্দ চেষ্টা, মানুষ আছে জেগে
একই সাথে থকবো মোরা, তারায় ভরা মেঘে।
কখনো কেহ পারবে না আর
পরেছি গলে সখ্যতার হার
কাহারো যেন না হয় শক্তি, বিভেদ গড়ে দেশে
মোরা একে অপরের বাড়ি গিয়ে খাই
এক সাথে থাকি বসে।
যে যার ধর্ম মেনে চলি মোরা, স্নেহের বাঁধন রাখি
একইসাথে থাকবো মোরা, একই গান গেয়ে
আমরা একে অপরের লাগি প্রাণ দিতে পারি, কেউ যাবো না পিছিয়ে।
এতো ভালোবাসায় আছে কেহ,
কোথা নেই আর এত স্নেহ
মাগো যেন তোমার কোলে শান্তিতে বাস করি
জাতিভেদ ভুলে আমরা সকলে তোমার আঁচল ধরি
আমরা একই মায়ের সন্তান, মাগো যেও না ভুলে তুমি
মাগো তোমার আদর মোদের কাছে সোনার চেয়ে দামি
এই আমার দেশের ভূমি, এই আমার দেশের ভূমি।
SIDDHESWAR HATUI