আঘাত
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
যত্নে ভরা ভালোবাসায় তুই
করলি যারে বড়
যার চোখে দেখেছিলি তুই স্বপ্ন
ভেবেছিলি তার জন্য,
সে যদি আজ তোর জীবনে
ঢেলে দেয় রে গরল
পারবি কী তারে করতে ক্ষমা ?
বেদনাই তোর সম্বল।
বিশ্বাস যবে আঘাত করে
সে তো বিষের চেয়েও খারাপ,
ভেঙে গেলে শিশা যায় না জড়ানো
করিস না রে তুই তারে মাপ ।
যে দিল না তোরে সম্মান
তার জন্য তোর অপমান,
তার কাছে ফিরে করিস না রে আশা
বজায় রাখবে না রে- সে তোর মান।
শুধাই হে দিনমণি
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
সূর্য তোমার বয়স কত
দেব বলো জন্ম তোমার কবে ?
যুগ যুগ ধরে এই পৃথিবীকে তুমি
আলোই দিয়ে যাবে !
বিশ্বে কত প্রাণের জন্ম হচ্ছে
একে একে তারা চলেও যাচ্ছে,
পুরানো যায়, আবার নতুন আসে
এ খেলায় পুরো জগৎ চলেছে।
যত জন্ম-মৃত্যুর সাক্ষী কী তুমি
তোমারে শুধাই হে দিনমণি ?
কত কত প্রাণ এলো গেলো
হিসাব রাখো কী হে একটুখানি !
জানি রবি তুমি হাসছো সদাই
দুঃখ তো তোমার কপালেই নাই,
তুমি দেখাও আলো সকল প্রাণের, জীবনে চলার পথে….
যে পথে যেতে যেতে তারা মৃত্যুর দিকে এগিয়ে যায়।
SIDDHESWAR HATUI