You are currently viewing POEM

POEM

আঘাত
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

যত্নে ভরা ভালোবাসায় তুই
করলি যারে বড়
যার চোখে দেখেছিলি তুই স্বপ্ন
ভেবেছিলি তার জন্য,
সে যদি আজ তোর জীবনে
ঢেলে দেয় রে গরল
পারবি কী তারে করতে ক্ষমা ?
বেদনাই তোর সম্বল।
বিশ্বাস যবে আঘাত করে
সে তো বিষের চেয়েও খারাপ,
ভেঙে গেলে শিশা যায় না জড়ানো
করিস না রে তুই তারে মাপ ।
যে দিল না তোরে সম্মান
তার জন্য তোর অপমান,
তার কাছে ফিরে করিস না রে আশা
বজায় রাখবে না রে- সে তোর মান।

শুধাই হে দিনমণি
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

সূর্য তোমার বয়স কত
দেব বলো জন্ম তোমার কবে ?
যুগ যুগ ধরে এই পৃথিবীকে তুমি
আলোই দিয়ে যাবে !
বিশ্বে কত প্রাণের জন্ম হচ্ছে
একে একে তারা চলেও যাচ্ছে,
পুরানো যায়, আবার নতুন আসে
এ খেলায় পুরো জগৎ চলেছে।
যত জন্ম-মৃত্যুর সাক্ষী কী তুমি
তোমারে শুধাই হে দিনমণি ?
কত কত প্রাণ এলো গেলো
হিসাব রাখো কী হে একটুখানি !
জানি রবি তুমি হাসছো সদাই
দুঃখ তো তোমার কপালেই নাই,
তুমি দেখাও আলো সকল প্রাণের, জীবনে চলার পথে….
যে পথে যেতে যেতে তারা মৃত্যুর দিকে এগিয়ে যায়।

PHATO.jpeg

SIDDHESWAR HATUI

Leave a Reply