জন্ম হবে সার্থক
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
মাগো তোমার কোলে আমি
কত করেছি খেলা
তোমার কোলে মাথা রেখে
ঘুমিয়েছি কত বেলা।
কত যত্নে তুমি মা গো
করলে…. আমারে পালন,
আমার ব্যথায় কতবার তোমার
জলে ভেসেছে দু নয়ন।
জন্মেছি মা তোমার কোলে
ডাকি তোমায় মা মা বলে,
তোমার কষ্ট হলে আমার
মাগো মনটা যায় জ্বলে।
মায়ের মতো এত স্নেহ
কে দেবে আর বল,
মাগো তোমার চরণ ছুঁলে
সন্তান পায় সু-ফল ।
তোমার যত্ন নিলে মাগো
এই জন্ম হবে সার্থক
তোমার ঋণ কভু হবে না শোধ
সে যে জীবনের সমার্থক।
মেঘের ডঙ্কা
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
আকাশটা আজ মেতেছে দেখো
রোদ বৃষ্টির খেলায়।
মেঘেরা তাই ছুটছে নেচে ভেসে
বাতাসের দুরন্ত ভেলায়।
চারিদিকে বিজলী ছটা করছে আলো
শব্দে বাড়ালো শঙ্কা।
প্রাণ গুলো সব চমকে ওঠে
আকাশে মেঘের ডঙ্কা।
SIDDHESWAR HATUI