যেন পাই তোমাদের আদর
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
জীবনের এই কুসুম কাননে আমি কখনো
পারলাম না নিজেকে বিকশিত করতে।
ফুটতে দিল না হায় কত শত অবহেলায়,
পারলাম না মাটিকে জোরে আঁকড়ে ধরতে।
শত চেষ্টা হয়েছে বৃথা এই জীবনের পথে পথে
কেউ দেখলো না একটিবারও আমার দিকে চেয়ে।
অযত্নের গাছ হয়ে করি না তো বেশি ভালো আশা
আগাছা হয়ে জন্ম নিয়ে তাই বেঁচে আছি ক্ষুদ্র হয়ে।
ভুল করেও কেহ করে না আদর, দেয় না তোএকটু জল
জলের অভাবে কেঁদে কেঁদে মরি, পাই না কোন ফল ।
কত বসন্ত চলে গেল হায় আমার জীবন থেকে
শুধু পায়ে মাড়িয়ে যায় সকলে, পায় যে দুর্বল।
লক্ষ সুগন্ধি ফুল ফুটেছে দেখো এ ভুবন উদ্যানে
তাই কেউ রাখে না বেনামি গাছের জীবনের খবর,
ঝলসানো গাছের মুকুল আমি, কে বা আমায় দেখবে
পাপড়ি মেলতে চাইছি আমি, যেন পাই তোমাদের আদর।
SIDDHESWAR HATUI