POEM

এরূপ হয়

আম গাছেতে জাম ধরেনা
ফলেনা খেজুর গাছে কাঁঠাল,
মাছ কখনো বাঁচেনা ডাঙায়,
বাঁদর ধরে গাছের ডাল ।

মনে যদি থাকে কু- বিদ্যা
হয়না কভু সে সরল ,
সাতমন ঘি পুড়িয়ে দিলেও
ঢালবেই সে গরল !

খালি চোখে দেখতে ভালো
ভিতরটা যার কালো ,
বিশ্বাস করলে বাড়বে বিপদ
পড়বে চোখে ধুলো ।

অপরিষ্কার রাখলে সংক্রমন বাড়ে,
উত্তমের সহিত থাক ভালো ।
পৃথক করে দূরে ঠেলে দাও
ও যে নির্ঘাত ভাঙা কুলো।

জলের কনো হয়না রং
জীবন আর এক নাম,
প্রাণ আছে যার সেই জানে
কী আছে তার দাম ।

SIDDHESWAR HATUI

Leave a Reply