বৃহন্নলা -তৈমুর খান
বৃহন্নলাদের ঢোল কী কারণে বাজে ?
মৎস্যমুখ সালঙ্কারা করুণায় মেতে ওঠে,
নাচে
গান গায়, উৎসবে বাঁচে….
এবাঁচা কি গৃহস্বাদ, অপত্যস্বাদ মাপে?
জীবনের কুজ্ঝটিকায় যেমন ঝাউগাছ
অথবা রোদের তাপে ছায়া খোঁজা মাছ
তরঙ্গ তুলে তুলে কেটে চলে ঠাণ্ডা পাঁক!
দূরের কাছের ট্রেনগুলি ফাঁকা হয়
ওরা নেমে যায়,
ওরা উঠে আসে
হাসে
উলঙ্গ হয়ে দেখায় বাতাসে
কেমন রাতের তারা জ্বলে
কাহিনি রচনা করে পাখি
কেমন বুকের দুধ পান করে মায়া
অথবা কেমন সেই দুগ্ধপোষ্য হাসি
বৃহন্নলারা তবু ধুলো মাখামাখি
বিরাট রাজের দেশে বিজয় পতাকা তুলে ধরে
মনুষ্য সমাজ পায়, ইতিহাস পায়
ললিত রূপকে তারা মুখ ঢাকে সন্ধিমানুষে