Poetry

পৃথিবীর ভাবনার পাহাড়গুলো যখন উড়ে আসে

বারিদ বরন গুপ্ত

আমি যখন পাগল দুনিয়ার সামিয়ানায়
এরা কিছু ভাবছে, হয়তো আমার ভাবনা!
ছন্নছাড়া আধপাগলা আরো কতো কি!
পাগল দুনিয়ার বস্তা পচা দুর্গন্ধ এক নরক কীট !

ভালো লাগে ভাবতে,
ফিরে যাই বারে বারে মনের আয়নায়;
আসুক না! ঘুরেফিরে
হোক দুপুররাত, নয়তো কাঠফাটা রোদ্দুরে!
পৃথিবীর আঘাতগুলো যদি উঠে আসে
বুক চাপা পাথরগুলো যদি একটু নড়ে চড়ে বসে
সীমাহীন আর্তনাদে যদি ভারী হয় বাতাসে
দিগন্ত যদি একবার কেঁপে কেঁপে ওঠে,
তখনও আমি ভাববো পৃথিবীর ভাবনা
পাগল দুনিয়ার আস্তাকুড়ে!

ভাবনার পাহাড়গুলো উড়ে আসুক
চেপে বসুক আমার হৃদয়ে
সইবো ভাববো ভাবাবো
ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে আজ-কাল
পাগল দুনিয়ার অন্দরমহলে
হয়তো চিরকাল!

Barid Baran Gupta

Leave a Reply