Poetry

মনটাকে উড়িয়ে দাও খেলা করুক তারাদের সাথে

বারিদ বরন গুপ্ত (মন্তেশ্বর পূর্ব বর্ধমান)
এই মনমোহিনী পৃথিবী
আপন সুরে বন্দিনী
আবদ্ধ ঘরে রঙ্গিনী
ক্ষুদ্র কুটিরে করে চাষ, দিনরাত!

এত বড় আকাশ একলা বসে কান্দে
সবাই চলে আপন খেয়ালে
কেউ খোঁজ রাখেনি
কেউ আপন ভাবেনি কোনো কালে!

চাঁদ সূর্য তারা
আকাশে হয়েছে হারা
নিরবে নিস্তব্ধে পৃথিবীর আঁধার লুকিয়েছে;
কেন পারবে না আকাশটাকে ছুঁতে?
মনটাকে উড়িয়ে দাও
খেলা করুক তারাদের সাথে!

Barid Baran Gupta

Leave a Reply