বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত

Poetry

ফ্যাকাশে রোদ্দুরে
বারিদ বরন গুপ্ত (মন্তেশ্বর পূর্ব বর্ধমান)

মনটা যখন উড়ে যায়
নীড় ভাঙ্গা পাখির দেশে
শূন্যে উড়ে বেড়ায় কয়েকটা ঝাপটা
উদ্ভ্রান্তে দমফাটা চিৎকারে থেমে থেমে কাঁপে আকাশটা !
এক সময় তাও থেমে যায়
শূন্যে ঘুড়ে বেড়ায় উদাসী বাতাস!

শূন্য বাতাস কাঁদে জীর্ণবাঁশের ফাঁকে,
নিরবধি বয়ে বেড়ায় বিদ্রুপ বাঁশি!
ছন্দহীন পৃথিবী ঠিকানাহীন পথে মাতাল হাওয়ায়
ঠিকানার খোঁজে,
উদভ্রান্তের করুণ পরিণতি—
বিকট চিৎকার!
প্রাণহীন আধার!
শূন্যে ঝুলতে থাকে পৃথিবীটা !

বাঁচা-মরার মাঝে জীবনটা
দীর্ঘ নিঃশ্বাস কাড়ে ঘন কুয়াশা
শূন্য আকাশের দিকে চেয়ে
মাখে ফ্যাকাশে রোদ্দুর!

inbound3717235563366491891-2.png inbound7045163698502601294-1.png বারিদ বরন গুপ্ত

Barid Baran Gupta

Leave a Reply