আমিতো পৃথিবীর আলো দেখতে চেয়েছিলাম
তুমি কেড়ে নিলে!
সৃষ্টির ইতিহাস গুলো
তুমি মুছে দিলে
যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ
চেয়ে আছে শুধু ধ্বংসের ইতিহাস!
কি লাভ?
শুধু সীমানা বাড়ানো !
শুধু ক্ষমতা বাড়ানো !
বৃথা আস্ফালন !
কিছুই বাড়েনা
শুধুই হারিয়ে যায়
ধ্বংসে কেউ বাঁচে না
বাঁচায় সৃষ্টির ইতিহাস !
#বাঁচে সৃষ্টির ইতিহাস
বারিদ বরন গুপ্ত (মন্তেশ্বর পূর্ব বর্ধমান)
Barid Baran Gupta