“নতুন আলোর আহ্বান”
#কলমে বারিদ বরন গুপ্ত
(পূর্ব বর্ধমান, পঃব,ভারত)
ঝড়ঝঞ্ঝা পথ ধরে
একাই চলেছি আজি নির্ভীক হৃদয়ে,
সঙ্গে রয়েছে সাথী, দুরন্ত বৈশাখী!
ধ্বংসকেই করিলাম বরণ!
দুরন্ত দামাল প্রাণ,
বয়ে আনুক তাণ্ডব গান
ভরিয়ে কাল ভৌরবীর কাঁপন,
জেগে উঠুক মহাকাল
রচিতে নতুন সকাল
বস্তাপঁচা ধ্বংসস্তূপের জঙ্গল বেয়ে।
পৃথিবীর ইতিহাস ধ্বংস কে করেছে বরণ,
পেয়েছে উল্লাস নব নব সৃষ্টির
আজি তারই পথ বেয়ে
ফিরে আসুক একবিংশ শতকের দ্বারে,
একটা নতুন ভোরের আহ্বান,
আলোকিত করুক প্রান,
হারিয়ে চির অমানিশা!
Barid Baran Gupta