জীবনটা হারজিত ভাই
দিনরাত নিঃশ্বাস লড়াই !
চেনাজানা ঘুরপথে
ছায়া মায়া আলো মেখে
ছেয়ে আছে বিষাক্ত সাপ
এক ঘরে করি বাস
শুধু বাঁচার লড়াই
জীবনটা হারজিত ভাই!
ঘন ঘন দীর্ঘশ্বাস ছাড়ি
বারে বারে উঁকি দেয় ছলনাময়ী রাত!
প্রতিদিন খেলা করি
কভু হারি কভু জিতি
ছলনার মুখোমুখি
কিছু বুঝি কিছু মাখি
দুজনে পাশাপাশি
ডুবু ডুবু ভেসে আছি!
এইতো বেশ আছি
জীবনের মঞ্চটা খোলা দিন রাত!
জীবনটা হারজিত ভাই
দিনরাত নিঃশ্বাস লড়াই!
কবিতা:: জীবনটা হারজিত ভাই
কলমে:: বারিদ বরন গুপ্ত (মন্তেশ্বর পূর্ব বর্ধমান)
Barid Baran Gupta