বদলে যাওয়া পৃথিবীটা দেখলাম!
বারিদ বরন গুপ্ত
বদলে যাওয়া পৃথিবীটাকে এই প্রথম আমি দেখলাম!
চারিদিকে এত আলো
সবাই কেন আঁধার খুঁজছে?
গ্রাম জনপদ
ছেয়ে আছে ইমারত!
সব যেন উড়ে গেছে,
কয়েকটা খুপড়ি থেকে
আধার জগতের কয়েকটা ছায়া বারে বারে উঁকি মারে!
এখানেও ভোর হয় পাখির ডাকে !
সকাল বিকেল রাত, চাষ বাস আইন শাসন নীতি দুর্নীতি শোষণ নির্যাতন হাহাকার—-সবকিছু আছে!
তবুও কেন মানুষ নেই
শুধু ঘুরে মরে কতগুলো বোবা ছায়া!
ভাষাগুলো সব বিক্রি হয়ে গেছে!
বেঁচে আছে বোবা দুনিয়া!
Barid Baran Gupta