Poetry

ধরে নাও পৃথিবীটা একা
বারিদ বরন গুপ্ত (মন্তেশ্বর পূর্ব বর্ধমান)

ধরে নাও পৃথিবীটা একা
একাই জ্বলছে
সহস্র রজনী জাগছে!

মনকে উড়িয়ে দাও তারাদের সাথে
ঘর বাঁধুক!
খেলা করুক!
আপন ছন্দে ঘুরে বেড়াক
ক্ষুধার্ত পৃথিবীর ডাকে!

কেউ সুখে নেই এই পৃথিবীতে
অভিনয় আর অভিনয়
বিধাতার নাট্যশালায় শুধু কন্দন
ছেয়ে আছে শুধু হাহাকার
পৃথিবীটা একাই জ্বলছে
সহস্র রজনী পার
ধরে নাও তুমিও একা
সাথী হও তার!!

Barid Baran Gupta

Leave a Reply