Poetry

স্বপ্ন একদিন দেখেছিল
সভ্যতার কারিগর,
আলোকিত প্রাণ!
সৃষ্টি নিয়ে মেতে ছিল জীবন,– দিনরাত!

স্বপ্ন কেড়েছিল হাজারো রাত!
এক এক করে উঠে এলো
জ্ঞান -বিজ্ঞান দর্শন
অজানা পৃথিবীর রহস্য উন্মোচন
টিকে আছে আধুনিক সভ্যতার প্রাণ!

স্বপ্ন নিয়ে বাঁচি
স্বপ্ন নিয়ে হাসি
স্বপ্ন নিয়েই-ই জীবন ধারণ
সভ্যতার চাবিকাঠি !

স্বপ্ন একদিন দেখেছিল
আলোকিত প্রান
সভ্যতার কারিগর,
জেগে উঠেছিল পৃথিবী!

আলো মাখো, জাগিয়ে রাখো
বাঁচো,বাঁচাও!
যুগ যুগ ধরে বয়ে বেড়াও আলোকবর্তিকা
ঘুচিয়ে দাও সভ্যতার আঁধার রাত!

Barid Baran Gupta

Leave a Reply