Poetry

একটা নদীর তীরে বসেছিনু আপন মনে
হাজার হাজার গল্প ভেসে এলো
সভ্যতার পর সভ্যতা
ইতিহাসের পাতাগুলো নড়েচেড়ে উঠলো,
কারা কবে সব লিখে গেছে সেই কবে
জানে শুধু প্রান্তর ধূ ধূ অন্তর,
শুকনো বাতাস শুধু ধিক্কার বয়!

ধুলি ধ্বসারিত ইতিহাসের পাতাগুলো
আড়াল করেছে যান্ত্রিক সভ্যতার দালাল
মাঝে মাঝে ধেয়ে আসে বিশ্বগ্ৰাসী ক্ষুধা
আশঙ্কা আর আতঙ্কের নাগপাশ!
হাজার হাজার বছরের ইতিহাসে বুকে জড়িয়ে
জীর্ণ শীর্ণ কায়া আকাশের দিকে মুখ চেয়ে !!

“হাজার বছরের ইতিহাসে”

বারিদ বরন গুপ্ত

Barid Baran Gupta

Leave a Reply