জীবনানন্দ দাশের জন্ম দিবসে তাঁকে নিয়ে একটা ছোট্ট লেখা
শ্রদ্ধাঞ্জলি
জীবনানন্দ দাশ ও প্রেম
রবীন্দ্রোত্তর যুগের আধুনিক কবি জীবনানন্দ দাশ। তিনি ছিলেন প্রেমের কবি,সৌন্দর্যাভিসারের কবি।তিনি রোমান্টিক অথচ নির্জনতাই তাঁর কাছে প্রিয় ছিল। রোমান্টিসিজম মিশে ছিল তাঁর কলমের কালিতে। তাঁর কবিতা,প্রবন্ধ,উপন্যাসে যত্র তত্র প্রেমাপলোব্ধি ধরা পড়েছে। তিনি প্রেমকে নিজের মতো করে বুঝেছিলেন। প্রেমের দুর্বলতা, সবলতা প্রভৃতি সবকিছু সম্পর্কেই কবি সচেতন থেকেছেন। তাঁর কল্পিত নারী চরিত্রগুলোর উপস্থিতি অতীব তীব্র। তাঁর লেখনীর প্রায় সর্বত্রই তারা ছড়িয়ে আছে। তাঁর কল্পিত নারী চরিত্রগুলোর মধ্যে তিনি প্রেমাশ্রয় খুঁজে পেয়েছিলেন। সেই সকল নারী চরিত্ররা- সুরঞ্জনা, সুদর্শনা, সুচেতনা, শ্যামলী, কল্যাণী,সবিতা, নীহারিকা মিত্র, বিভা,বিনতা, অরুণিমা সান্যাল এবং সর্বোপরি বনলতা সেন বিশেষ উল্লেখযোগ্য। এরা প্রত্যেকেই কবির কলমের স্পর্শে জীবন্ত হয়ে উঠেছে।
তিনি ভালোবেসে ঋণী হওয়ার কথা লিখেছিলেন। তাঁর লেখার মধ্যে ছিল আধুনিকতার আভাস। তাঁর লেখনী যেন উন্মুক্ত দ্বার। তাঁর প্রেমানুভূতির অনুপম শোভা বর্ণনায় নিসর্গতার প্রতীক হয়ে বেঁচে আছে তাঁর প্রেয়সী তথা তাঁর কল্পিত নারী চরিত্ররা।
প্রিয়াঙ্কা ঘোষ।