তোমাদের
প্রিয়াঙ্কা ঘোষ
প্রেয়সীর দীঘল কালো চোখে চোখ রেখে মনকে গেঁথে নাও প্রণয় প্রথায়।
তোমাদের দামী মুহূর্তগুলোকে লিপিবদ্ধ করে নাও নিবিড় নীরবতায়।।
প্রেয়সীর অন্তকরণের নিনাদকে শুনে নাও মেঘের গুরু-গম্ভীরতায়।
তোমাদের প্রচ্ছন্ন অভিমানগুলোকে বন্দী করে নাও করপুটের কোমলতায়।।
প্রেয়সীর অনুরাগকে হৃদয় দিয়ে অনুধাবন করে নাও বেহিসাবী বৃষ্টির ধারায়।
তোমাদের সংস্রবে বিরাগ এলেই, তাকে ডুবিয়ে নাও সোহাগের গভীরতায়।।
আর যা কিছু আছে, তা থাক চিরতরে তোমাদের একান্ত হয়ে।
তোমাদের প্রণয় লালিত হোক অসময়ের এই মেঘ-বৃষ্টির আশ্রয়ে।।
©প্রিয়াঙ্কা ঘোষ।