Priyanka Ghosh

শরতের খন্ডিতা
প্রিয়াঙ্কা ঘোষ

সর্বসম্মতভাবে অতীব উচ্ছ্বল এবং বর্ণাঢ্য ঋতু হলো শরত। শরতের প্রকৃতি শিশিরে সিক্ত। শিউলি ফুল,কাশ ফুলের গন্ধে মাখা শরতের প্রকৃতি এক ঐশ্বরিক আবেশে ভরা। প্রাণবন্ত এই শরতে আগমনীর সুরে ভেসে যায় তিনবেলা।

তিনবেলাই নিজস্ব কায়দায় উপভোগ করে নেয় আগমনীর সুরের সঙ্গে শরতের মধুরতা। শরতের ঐ অনন্ত নীল আকাশে খেলে বেড়ানো দেশান্তরী মেঘের দল আনে শারদ কন্যার আগমনের বার্তা। ঐ দেশান্তরী মেঘের থেকে এমন সুখকর বার্তা পেয়ে শারদ কন্যাকে অভ্যর্থনা জানানোর জন্য তিলোত্তমা শুরু করে দেয় তার প্রস্তুতি পর্ব।
তিলোত্তমার প্রস্তুতি পর্ব দেখে কোনো এক খন্ডিতারও অভিলাষ জাগে শারদ কন্যাকে অভ্যর্থনা জানানোর।

তাই সেও প্রস্তুত হতে আরম্ভ করে দেয়। এইরকম অবস্থায় আবার বিকেলের মাদকতায় বিবশ হয়ে গিয়ে অর্ধ ডুবন্ত সূর্যদেব তার শেষ রশ্মি দিয়ে একবার দেখে নিতে চায় সেই খন্ডিতাকে। দেখতে গিয়ে জোড়ালো রশ্মিতে তার চোখে পড়ে যায় সেই খন্ডিতার অন্তর্দহনের চিত্রটি।

©প্রিয়াঙ্কা ঘোষ।

Leave a Reply