বিশ্বাস
পুলক মন্ডল
বলেছিলে তুমি-
বলেছিলে, চোরাবালিতে পা রেখোনা
হাতের ওপর হাত রাখো
স্বপ্ন বেচো না।
পাপড়ি মেলা ফুলের মত বলেছিলে-
বলেছিলে, আরো কত কথা।
রূপকথার সেই পাতাটা ভাঁজ করে রাখা হয়নি
তাই আজ আর চিহ্ন খুঁজে পাচ্ছিনা-
এখন আমার শরীর জুড়ে অবিরাম হিম-বৃষ্টি
আমাকে নিরস্ত্র করে তুমি মেতেছ
উন্মাদনার দাবানলে। দাবানলে শুধুই কি অরণ্য পোড়ে? স্বপ্নও পোড়ে নিরন্তর।
আমি কোন নির্লিপ্ত জোনাকি হয়ে থাকতে
পারবো না। কাটাকুটির এই খেলাঘরে
তাই আজ বিদায় তোমার
কারণ, তুমি হারিয়েছ আমার বিশ্বাস।।
একটি দৈনিকের এবারের শারদীয়ায় প্রকাশিত।