PUSHPEN RAY

কবিতা : কাঁদিস কেন মন
কলমে : পুষ্পেন রায়
তারিখ : ১৯.০৯.২০২২

মন তুই কাঁদিস কেন বল
যাকে এত বাসলি ভালো সেও যে করলো ছল?
আপন-আপন ভাবিস যাকে সেওতো ভাবে পর
কেউ যে তোর আপন নয় সেটাই ভেবে মর।

চোখে যাদের দেখিস আপন সেটাই হলো মায়া
ভালোবেসে করলেও আপন শুধুই তারা কায়া।
তবুও কেন ছু্ঁটিস তুই হণ্যে হয়ে তাদের পিছে
স্বার্থে বুঝি পড়বে টান সেটাই তুই বুঝিস নিজে?

বলতে পারিস
কেন এত টান আসে তোর পরের জিনিস দেখে
পরের জিনিস নিজে করে দেখিস কেন চোখে?
টাকা-পয়সা ধন-দৌলত কিছুই যে তোর নয়
তবুও কেন লোভে পড়ে জীবন করিস ক্ষয়?

আসছিস একা যাবিও একা থাকবে পড়ে সব
যাওয়ার সাথী কেউ হবে না যখন হবি শব।
তবু কেন মায়ার পিছে শুধুই ঘুরে মরিস
এসব কথা একবার তুই নাইবা কেন ভাবিস?

যিনি তোকে আনলেন ভবে রাখলি তাঁকেই দূরে
শেষ বেলাতে ডাকবি যখন তিনিও যাবেন সরে।

কাঁদিস নারে মন
সময় থাকতে ডাকলে তবে তাঁকেই পাবি দেখা
নয়তো হবে অসার জীবন খাবেও সদা ছ্যাঁকা।
ঝরবে তখন চোখেরজল শুন্য হবে কাজের ফল
হিসাব-নিকাশ উঠবে লাটে মানবজনম হবে বিফল।

Leave a Reply