Rabin Basu

বই আলোচনা – মায়াদগ্ধ গান
যন্ত্রণার জীবন গান

একটা অসাধারণ কাব্য-উপন্যাস পড়ে শেষ করলাম। কবিতা পড়েছি, কিন্তু এই রকম কবিতার আকারে উপন্যাস হালে তেমন পড়েছি বলে মনে পড়ল না। এ যেন কোনো কবিরই এক আত্মজীবনী, যেখানে দুঃখ, না পাওয়ার বেদনা, আনন্দ, আবারও লড়াই, আত্মপ্রতিষ্ঠার অপরিসীম সংগ্রাম, কষ্ট, প্রেম, দ্বিধা সবই
যথাযথভাবে পাঠককুলের সামনে উপস্থিত। ‘মায়াদগ্ধ গান’ পড়তে গিয়ে ছোটবেলায় শোনা কাশীরাম দাসের মহাভারতের কথা মনে পড়ে গেল। যেমন পড়েছিলাম,

‘মহাভারতের কথা অমৃতসমান/
কাশীরাম দাস কহে শোনে পূণ্যবান।’

অক্ষরবৃত্তের মহাপয়ার ছন্দে শ্রদ্ধেয় কবি রবীন বসুর এটি অষ্টম কাব্যগ্রন্থ ‘মায়াদগ্ধ গান’। এর আগেও ওনার উপন্যাস, গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ সব মিলিয়ে আরো ১১ টি গ্রন্থ আছে। আলোচ্য গ্রন্থটি ১২৪ পাতার। কবি রবীন বসু বইটি উৎসর্গ করেছেন আর একজন শ্রদ্ধেয় কবি, এ যুগের অন্যতম ছড়াকার শ্রীযুক্ত প্রদীপ আচার্য মহাশয়কে। প্রকাশক গীর্বাণ। প্রচ্ছদপট রাজদীপ পুরীর। লেখার পাশাপাশি অসাধারণ সব ছবি এঁকেছেন দেবার্ঘ সেন। সমস্ত রচনাটি দুটি পর্বে বিভক্ত। দুটি পর্ব মিলিয়ে ১ থেকে ১৫ টি সংখ্যায় নায়ক অনিমেষের জীবনের সময়কে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়েছে।

প্রথম পর্ব ১ থেকে ৮ সংখ্যা দিয়ে, দ্বিতীয় পর্ব ৯ থেকে ১৫। গ্রামের একটা ছোট্ট ছেলে অনিমেষ তার জীবনের বিভিন্ন পর্বের চালচিত্র কবিতার আকারে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। অনিমেষের হারিয়ে যাওয়া ছোট্টবেলা, না পাওয়া প্রেম, বাড়ি ছেড়ে চলে আসা অনেক পরিশ্রম করে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করা, ব্রততীর কিশোরী বেলার নিঃস্বার্থ ভালোবাসা, ভাগ্যান্বেষণে অনিচ্ছা সত্ত্বেও তাকে ছেড়ে চলে যাওয়া, বিবাহিত জীবনে স্ত্রী মল্লিকার আগমন, প্রেমে প্রতারিত হওয়া, নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা এবং সর্বোপরি সেখান থেকে আশার আলো নিয়ে আবার জীবনে ফিরে আসে।

এখানে উল্লেখযোগ্য, যে কবি চাইলেই যবনিকা টানতে পারতেন কিন্তু কবি আশাবাদী। দুঃখের মধ্যে থেকেও তিনি পাঠককে আশার আলো দেখান। লেখার ভাষা খুব সহজ সরল। যারা কবিতা পড়তে ভালোবাসেন তাঁদের সবাই বুঝতে পারবেন। রচনার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার পরবর্তী সময়, দেশভাগের কষ্ট, দাঙ্গা, তৎকালীন সংস্কৃতিচর্চা, নাটক, অর্থনৈতিক দুরবস্থা, নকশাল আন্দোলন,অতিমারীকালীন অস্থির সময় প্রভৃতি খুব সুন্দরভাবে কবি রবীন বসু তাঁর ছন্দের জাদু মায়ায় সুনিপুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। পুরো কবিতা-আলেখ্যই ভালো, তবুও পাঠকের
বোঝার জন্য কয়েকটা লাইন এখানে উল্লেখ করছি মাত্র,

‘যত গল্প যত কথাই ইতিহাস বলে/
সময় তাকেই নিয়ে ধীরে ধীরে চলে।’

আরেক জায়গায় বলেছেন,

‘মানুষের ভেসে থাকা মানুষের ওড়া/
আগ্রহ তাকেই ধরে পাখা একজোড়া।’

‘জলের শব্দের সঙ্গে অক্ষরের ধ্বনি/ অনন্তকালের দিকে সময় সারণি।’

বাকিটা পাঠকরা পড়ুন এবং এই আমার মতো এই নির্মল আনন্দলাভে শামিল হন।
কবি রবীন বসুর কাছেও একজন সাধারণ লেখক হিসেবে এরকম কাব্য-উপন্যাস আমি আরও চেয়ে রাখলাম। দুর্মূল্যের বাজারে বইটির দাম ২০০ টাকা। আশা করি সমস্ত বয়সের পাঠকেরই বইটি ভালো লাগবে।

অমিতাভ সরকার

বইঃ মায়াদগ্ধ গান
কবিঃ রবীন বসু
প্রকাশকঃ গীর্বাণ
প্রথম প্রকাশঃ জন্মাষ্টমী ২০২২
পৃষ্ঠাঃ ১২৪
মূল্যঃ ২০০ টাকা

বইয়ের ছবি, কবি রবীন বসু, অমিতাভ সরকার

This Post Has One Comment

  1. রবীন বসু

    আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই আলোচককে।

Leave a Reply