চিরহরিৎ বৃক্ষ
রাফাত আহমেদ
তোমাকে আজ কয়েকপলক দেখলাম চিরহরিৎ বৃক্ষ।
তোমার গায়ের লাল বর্ণের বস্ত্র,
আমি আমার আদর্শের সাথে মিলিয়ে নিলাম।
ক্ষনিকের জন্য মনেও হলো তুমি আমারই আছো।
পুঁজিবাদ আমাকে বলে,
১.বিষ খাও অতঃপর মানুষ হও,
২.বিষ খাও অতঃপর মরে যাও।
মরে গিয়ে অথবা মানুষ হয়ে,
আবার কী জন্মাবো সমাজতন্ত্রে?
আবার কী জন্ম হবে আমার লাল পৃথিবীতে?
যদি তাই হয়,
সম্পদ হয়ে ফিরে এসো চির হরিৎ বৃক্ষ।
তোমাকে নিয়ে বাঁধবো নতুন ঘর।