
ইরাবতী তোমাকে
কলম — রাজর্ষি চট্টোপাধ্যায়
ইরাবতী ইরাবতী পড়ে কি আমায় তোমার মনে
ফাল্গুনের দিবালোকে দেখা তোমার সনে
মনে পড়ে ফাগুন বেলায় অপূর্ব সেই আলো?
কিশোরীর কাজল আঁখি লেগেছিলো বড়ই ভালো
ইরাবতী ইরাবতী তুমি জীবন্ত নদী
একবারটি দেখতে পাবো সুযোগ হয় যদি
ইরাবতী ফিরতে কি চাও ফেলে আসা দিনে?
স্মৃতি বড় বেদনার
ফিরে আসে ক্ষনে ক্ষনে
তোমার সাথে শেষ বার যদি দেখা করতে চাই
জীবন যদি সুযোগ দেয় শেষের কথা বলব তাই
ইরাবতী দুই দশক বাদে যদি তাকাও একবারটি ফিরে
ফিরে যাবো অতীত দেশে ফেলে আসা দিনের তীরে
ফিরেবেনা আর ফিরবেনা যে বাসন্তী অতীত আমার
বয়েস বেড়ে দিন গুলো রোজ আজ ফ্যাকাসে ধুসর বারবার
Rajarshi Chattopadhyay
Contemporary Fine Artist & Writer
127, Dr. S. N. Mukherjee Street
Post — Uttarpara
Dist — Hooghly
West Bengal
India
Pin 712258