Rajib Datta

ভারাক্রান্ত
কলমে – শ্রী রাজীব দত্ত

স্নায়ু গুলো আজ স্থিতিশীল
আগের মত উত্তেজিত হয়না।
হৃদপিন্ড শব্দ করে কম,
সেও এক যন্ত্রে নির্ভরশীল।
শিরা উপশিরায় রক্ত অচল।
হাত গুলো অস্থির,
চঞ্চল মনটাও আজ ধীর স্থীর।
অনেক কিছুই ভুলে গেছি,
সেই সবুজ মাঠ কিংবা পুকুর,
প্রেমিকার সাথে কোন নির্জন দুফুর।
মনে পড়ে না সব বন্ধুদের নাম,
কোথায় শ্যামল, সমীর বা ইমরান।
আজ লিখতে পারিনা প্রিয় ডায়েরিটা,
কাঁপাকাঁপা হাতে যা লিখতে যাই
সবই হয়ে যায় ভুল,
জীবনের প্রান্তে উপনিত শেষ কুল।
কখন যে ডাক চলে আসে,
যেতে হবে সব মায়া ছেড়ে,
সব প্রিয় জিনিস থেকে অনেক দূরে।
থেকে যাবে একগুচ্ছ স্মৃতির পাতা,
পড়ে থাকবে জীবনের বেহিসাবি খাতা।
সেদিন আর আমি থাকবো না
থেকে যাবে আমার ভালো মন্দের স্মৃতি,
একটা সময় আমাকে সবাই ভুলে যাবে
আর এটাই জীবন যাত্রার মূল রীতিনীতি।

Leave a Reply