Rajib Mal

        বর্ষায় মানসতরী 

রাজীব মাল 

বর্ষার মেঘ ভিড় জমিয়েছে সুনীল আকাশে

যেন কালো সামিয়ানা টাঙিয়েছে ভরদুপুরে

খোলা জানালার ধারে আছি নিভৃৃতে বসে

মেঘদূত হয়ে আমার আবছায়া মন যায় উড়ে ৷

 

অজস্রধারায় নামল বৃৃষ্টি , দুহাত দিল বাড়িয়ে

বৃৃষ্টিভেজা নরম হাওয়ায় হৃদয় গেল জুড়িয়ে৷

বৃৃৃৃষ্টির জলপ্রবাহে আমার মানসতরী পালতুলে গেল ভেসে

বৃষ্টিভেজা সোঁদা মাটির সুবাস মেখে

বয়ে চলল হৃদয়স্পন্দিত অবিরাম স্রোতে

অন্তহীন যাত্রায় পৌঁছে গেল নদীর বুকে

নদীপথে আমার মানসতরী জলছবি আঁকে ৷

ভেসে চলে আকুল স্রোতের চঞ্চল হাত ধরে

মানসতরী ভাবে সমুদ্রকে ভালোবাসবে  নতুন করে৷৷

 

মোহনার দ্বারপ্রান্তে এসে পৌঁছে যায় সাগরতীরে ,

যেখানে নীল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে ৷

নদী সমুদ্রের লবণাক্ত ফেনা গায়ে মেখে

স্নিগ্ধ কলরবে মিলিত হয় সাগরসঙ্গমে ৷

বৃৃষ্টিনদীর স্রোত যখন গতি হারায় গভীর সমুদ্রে

তখন গতি হারায় আমার মানসতরী দুঃখের প্রচ্ছদে ৷৷

 

এখন অপরাহ্নে বৃষ্টি থেমে গেছে বাইরে

জানালার এপারে বসে আছি না ভেজা শরীরে ৷

চোখের একূল ওকূলে বৃষ্টিধারা নেমেছে অশ্রুজলে ,

আলোকজ্জ্বল বন্দরে পৌঁছাবার আগেই —

আমার স্বপ্নের মানসতরী নিবিড় বেদনায়

বর্ষাস্নাত পিচ্ছিল পথে গেছে পিছলে৷

অথবা সমুদ্রগর্ভে গ্লেসিয়ারের সঙ্গে সংঘর্ষে

হয়ে গেছে চিরবিলীন চোখের নিমেষে ৷

সমাপ্ত

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top