কম
রমানাথ প্রামানিক
কথা বল কম কম
রাগ নয় একদম ।
কানে কম শোনা ভালো
কম কম বুঝে চলো ।
খাওয়া দাওয়া ভালো কম
কম ভালো টেনশন ।
রাত জাগা ভালো কম
ভালো থাকে দেহ মন ।
থাকে যদি কম টাকা
চোর ডাকাত হয় বোকা।
যদি থাকে কম কম
লোভ লালসা ,
দুঃখ আসিবে কম
করা যায় আশা ।
গর্বটা কম ভালো
অহংকার ও তাই ,
এগুলো থাকিলে বেশী
অধঃপাতে যাই ।
ষড় বেগ যদি দেহের
না থাকে দমন,
এসে যাবে মহাকাল
যখন তখন ।
অল্পে তুষ্ট যদি
থাকে এই মন ,
সংসারে থাকিবেনা
কোন অনটন ।