Ranesh Ray

 Ranesh Ray

দ্বিভাষি কবিতা

জীবন পথে যাত্রা

রণেশ রায়

জন্ম মৃত্যুর সীমানা ছাড়িয়ে
নীরব চলা জীবনের শেষ যাত্রাপথে,
আচমকা দেখা দুজনে জনপদে
দুটি রাস্তার মিলন পথে
বা হয়তো একই কামরায় ট্রেনে,
মুখোমুখি দুজনে সে যাত্রা রথে।
সে বসে বিপরীত আসনে
একা নীরবে কথা নেই মুখে।

বুঝি আমি আমারও চুপ থাকা ভালো
যে ক্ষত সেদিনের আজও রক্ত ঝরে
নীরবতাই পারে সে ক্ষত সারাতে
আমার মননে ব্যথা সে ক্ষত থেকে।

মনে হয় নিজেরই অতীতের ছায়া
ঘিরে রেখেছে তাকে মুখের প্রত্যয়ে
তার সেই কাজল কালো চোখের রহস্যে,
মনে হয় এ শুভ মুহূর্তে শেষ আমার অপেক্ষা
আজ মিটবে নিশ্চয় সে তিতিক্ষা,
আবার মনে হয় এ আমার ভ্রম, আমি বুঝি না।

আগে ওকে বার বার দেখেছি চঞ্চল অবুঝ
ঠিক সেদিনের পরনে শাড়ীটার মত
যেন বনানী কিশলয় কচি সবুজ।
আজ পরনে তার কালো বুটিতে সাদা শাড়ি
যেন স্থির প্রত্যয়ে দাঁড়িয়ে হিমালয় শিখর
বয়সের প্রজ্ঞা মুখের গাম্ভীর্যে।

মনে হয় আজ এক কণা শিশির সে
দিন শেষে সন্ধ্যার ধূসর ঘাসে ঘাসে
অপেক্ষায় কখন ভোর হবে
সূর্যের তাপে আকাশে বাষ্প হয়ে উড়বে
তারপর মেঘের অশ্রু বৃষ্টি হয়ে নামবে।

বোধ হয় চিনেও চেনেনি আমাকে,
আর চিনবেই না কেন !
আজ সে বসে অতীতের বিস্মৃতির বলয়ে।
কিন্তু চনমনে আমি, আমাকে আমার স্মৃতি ডেকে ফেরে,
সে আজও আমার রহস্যে রয়ে গেছে আলো আঁধারে।

সে নির্বিকার উদ্বেগহীন, আমি উদ্বিগ্ন
খুঁজি তাকে আমার অতীতে
শৈশবের ভোরের সকালে
কৈশোরে বসন্তের সন্ধ্যার রক্তরাগে
যৌবনের দুপুরে গ্রীষ্মের রৌদ্রের দহনে
আজও খুঁজে ফিরি বনানী প্রান্তরে
নদীর ধারে বিজন বিহনে
কখনও বা জনকলাহলে
সমুদ্রের ঢেউ এ ঢেউ এ।

আজ জীবনের সায়াহ্নে
আমার যত্রারথ এই বুঝি পৌঁছয়
আমি তৈরি নামব বলে সামনের স্টেশনে।
হঠাৎ সে সামনে আসে
যেন অমাবস্যার অন্ধকারে পূর্ণিমার চাঁদ
এ অভাগার জীবন প্রান্তরে।

চিনতে পেরেছে আমাকে,
তারপর দুচারটে কথা পরস্পরে,
বুঝি আমি এ ঘন কালো সকালে
সূর্য আজও হাসে
মেঘের ওপারে লুকিয়ে।
বৃষ্টি শেষ হলে মেঘ কেটে যায়
রামধনু আকাশে সাত রঙে রেঙে ।

এরই মধ্যে থামে গাড়ি স্টেশনে
নামতে হয় আমাকে,
সে চলে তার গন্তব্যে
যেতে হবে তাকে আরও কিছুটা এগিয়ে।

End Journey of Life

On our way to the end Journey
A sudden meet to each other,
Might be at a cross road
In our path to transcend
The boundary of life and death——
Might be in a chariot of life
Face to face, we two.

In opposite bench she sits
She is lonely alone
Appears to be a shadow of her past.

After a prolonged wait
What an auspicious moment for us !
I am hesitant, don’t know.

Earlier she used to visit me
Grooming herself in a cloth
Dark green magenta colour of the forest,
A young fairy lady
Whom I always longed for.

She is seventy five years,
Today an exhausted lady
Resting on grey whitish grass,
She is dressed in white cloth
Embroidered in black——
Her face appears clearly
A distinctly wise, aged lady
In the water deep beneath the ocean
With the confidence of the mountain
At the fagend of her life.

She prays to be blessed,
She is in wait when to be evaporated
To fly up to the clouds in the sky
Only to be rained back
To the relief of the earth.

I remain speechless unmindful
Remain doubtful whether she recognises
Am in shame to look at her.
Think better to remain silent;
Silence is the best healer
For the wound that has been oozing
Oozing life long,
For the wound to be cured
It is silence that has to prevail.

I go on recapitulating my memory
Refreshing my memory of the past.

Early morning of childhood
In the spring eve of adolescence
The colourful evenings of youth
I visit back to my early life,
The story of our past;
My mind stirs back,
We walked along the hillpath of ups and downs
Travelled in the winter noon
Under the scorching sun we were sun bathed.

And then?
The two are seated in opposite direction
But destined to reach the same destination.

Suddenly it appears, she observes me
Minutely from my head to feet,
Still remains indifferent,
cares little for me today !

We both stand face to face,
I remain blind and speechless
She remains hidden, it appears,
Under the cover of darkness of a mystery.

To me she remained a distant island
In the vast ocean of life
Never really could I know her,
Her end journey not known to me,
The station where she will drop remained a mystery.

Still a curiosity entangles me
The curiosity that is reflected in her eyes.
In the wetted dew of my dark evening
In the black cloud of the sky, my desire disappears,
But my curiosity remains alive
In the mystery forest of life of mine.

Station after station goes by
Both we keep mum, none speaks
Unworried remains she
But worry encompasses me.

It is my time to be dropped
Is the venture then boiled fruitless ?
The old pain revisits, I die in pain
It starts oozing again.

But I know behind the deep cloud
The sun waits in smile
When the rain stops.

My chariot reaches my destination
The station where I drop down
But starts again
To take her to her end.

Leave a Reply